আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০১৫
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০১৫. হযরত উকবা ইবন আমির (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে মিম্বরে বসে বলতে শুনেছি, তিনি বলেছেন: কাফিরদের মোকাবিলায় সামর্থ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ কর। জেনে রাখো: নিক্ষেপণের* মধ্যেই নিহিত রয়েছে শক্তি। জেনে রাখো, নিক্ষেপণেই রয়েছে শক্তি, নিক্ষেপণেই রয়েছে শক্তি।
(হাদীসটি মুসলিম প্রমুখ বর্ণনা করেছেন।)
*মূলে আছে رمي এ শব্দটির অর্থ নিক্ষেপণ। সেকালে যেহেতু নিক্ষেপের বস্তুরূপে তীরই ছিল সর্বময় পরিচিত, তাই অনেকে এর অনুবাদ করেন তীর নিক্ষেপ। আসলে আধুনিক যুগের মিসাইল, রকেট প্রভৃতিও এর অন্তর্ভুক্ত।
(হাদীসটি মুসলিম প্রমুখ বর্ণনা করেছেন।)
*মূলে আছে رمي এ শব্দটির অর্থ নিক্ষেপণ। সেকালে যেহেতু নিক্ষেপের বস্তুরূপে তীরই ছিল সর্বময় পরিচিত, তাই অনেকে এর অনুবাদ করেন তীর নিক্ষেপ। আসলে আধুনিক যুগের মিসাইল, রকেট প্রভৃতিও এর অন্তর্ভুক্ত।
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2015- عَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ على الْمِنْبَر يَقُول {وَأَعدُّوا لَهُم مَا اسْتَطَعْتُم من قُوَّة} الْأَنْفَال 06 أَلا إِن الْقُوَّة الرَّمْي أَلا إِن الْقُوَّة الرَّمْي أَلا إِن الْقُوَّة الرَّمْي
رَوَاهُ مُسلم وَغَيره
رَوَاهُ مُسلم وَغَيره
