আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০১৯
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০১৯. হযরত সা'দ ইব্ন আবূ ওয়াক্কাস (রা) থেকে মরফু সূত্রে বর্ণিত। । রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা তীরন্দাজী শিক্ষা কর, কেননা এটা তোমাদের জন্য উত্তম অথবা সর্বোত্তম খেলা।
(হাদীসটি বাযযার ও তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। তাবারানী বলেছেন: নিশ্চয়ই এটা তোমাদের একটি অন্যতম ভাল খেলা। বর্ণিত উভয় হাদীসের সনদ অত্যন্ত বিশুদ্ধ ও শক্তিশালী।)
(হাদীসটি বাযযার ও তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। তাবারানী বলেছেন: নিশ্চয়ই এটা তোমাদের একটি অন্যতম ভাল খেলা। বর্ণিত উভয় হাদীসের সনদ অত্যন্ত বিশুদ্ধ ও শক্তিশালী।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2019- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ رَفعه قَالَ عَلَيْكُم بِالرَّمْي فَإِنَّهُ خير أَو من خير لهوكم
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَقَالَ فَإِنَّهُ من خير لعبكم وإسنادهما جيد قوي
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَقَالَ فَإِنَّهُ من خير لعبكم وإسنادهما جيد قوي
