আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৯৮
আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল যাপনের প্রতি উৎসাহ দান, জিহাদে পদব্রজে চলা, ধূলিবালি লাগানো ও এতে ভয়ভীতি বরদাস্ত করার ফযীলত প্রসঙ্গ
১৯৯৮. হযরত মুয়ায ইবন জাবাল (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে পাঁচটি বিষয়ে ওসীয়ত করেছেন। যে ব্যক্তি এ পাঁচটির কোন একটি পুরা করবে, মহান আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন। (১) যে ব্যক্তি রোগী দেখতে যায় অথবা (২) জানাযায় শরীক হয় কিংবা (৩) জিহাদ করার উদ্দেশ্যে বের হয়ে যায়, অথবা (৪) শাসকের কাছে তাকে সতর্ক অথবা সম্মান করার উদ্দেশ্যে যায়, অথবা (৫) নির্জনে বাস করে মানুষের অনিষ্ট থেকে বেঁচে থাকে এবং মানুষকেও নিজের অনিষ্ট থেকে নিরাপদে রাখে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। বাযযার, তাবারানী, ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও তাঁদের নিজ নিজ 'সহীহ'-তে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الغدوة فِي سَبِيل الله والروحة وَمَا جَاءَ فِي فضل الْمَشْي وَالْغُبَار فِي سَبِيل الله وَالْخَوْف فِيهِ
1998- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ عهد إِلَيْنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي خمس من فعل وَاحِدَة مِنْهُنَّ كَانَ ضَامِنا على الله عز وَجل من عَاد مَرِيضا أَو خرج مَعَ جَنَازَة أَو خرج غازيا فِي سَبِيل الله أَو دخل على إِمَام يُرِيد بذلك تعزيره وتوقيره أَو قعد فِي بَيته فَسلم وَسلم النَّاس مِنْهُ

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯৯৮ | মুসলিম বাংলা