আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৯৯
আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল যাপনের প্রতি উৎসাহ দান, জিহাদে পদব্রজে চলা, ধূলিবালি লাগানো ও এতে ভয়ভীতি বরদাস্ত করার ফযীলত প্রসঙ্গ
১৯৯৯. হযরত ইবন উমর (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন। যে ব্যক্তি আমার পথে আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জিহাদের জন্য বের হয়, আমি তার দায়িত্ব গ্রহণ করি। যদি তাকে ঘরে ফিরিয়ে দেই, তাহলে সওয়াব ও গনীমত সহকারে ফিরিয়ে দেই। আর যদি তাকে মৃত্যু দান করি, তাহলে তার সমস্ত গুনাহ মাফ করে দেই।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الغدوة فِي سَبِيل الله والروحة وَمَا جَاءَ فِي فضل الْمَشْي وَالْغُبَار فِي سَبِيل الله وَالْخَوْف فِيهِ
1999- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِيمَا يَحْكِي عَن ربه قَالَ أَيّمَا عبد من عبَادي خرج مُجَاهدًا فِي سبيلي ابْتِغَاء مرضاتي ضمنت لَهُ إِن رجعته أرجعه بِمَا أصَاب من أجر أَو غنيمَة وَإِن قَبضته غفرت لَهُ
رَوَاهُ النَّسَائِيّ
رَوَاهُ النَّسَائِيّ
