আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৯৭
আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল যাপনের প্রতি উৎসাহ দান, জিহাদে পদব্রজে চলা, ধূলিবালি লাগানো ও এতে ভয়ভীতি বরদাস্ত করার ফযীলত প্রসঙ্গ
১৯৯৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি হজ্জব্রত পালনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পথিমধ্যে মৃত্যুবরণ করল, আল্লাহ্ কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজ্জের সওয়াব লিখতে থাকবেন। যে ব্যক্তি উমরা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হল, তারপর পথিমধ্যে মারা গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহ্ তার আমলনামায় উমরা পালনের সওয়াব লিখতে থাকবেন। যে ব্যক্তি জিহাদ করার জন্য ঘর থেকে বের হল এবং জিহাদ করতে করতে মারা গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহ্ তার নামে জিহাদের সওয়াব লিখতে থাকবেন।
(হাদীসটি আবু ইয়ালা মুহাম্মদ ইবন ইসহাকের বর্ণনা থেকে রিওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইবন ইসহাক ব্যতীত সনদের অন্যান্য সূত্র নির্ভরযোগ্য।)
التَّرْغِيب فِي الغدوة فِي سَبِيل الله والروحة وَمَا جَاءَ فِي فضل الْمَشْي وَالْغُبَار فِي سَبِيل الله وَالْخَوْف فِيهِ
1997- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خرج حَاجا فَمَاتَ كتب الله لَهُ أجر الْحَاج إِلَى يَوْم الْقِيَامَة وَمن خرج مُعْتَمِرًا فَمَاتَ كتب الله لَهُ أجر الْمُعْتَمِر إِلَى يَوْم الْقِيَامَة وَمن خرج غازيا فَمَاتَ كتب الله لَهُ أجر الْغَازِي إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ أَبُو يعلى من رِوَايَة مُحَمَّد بن إِسْحَاق وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯৯৭ | মুসলিম বাংলা