আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৯৬
আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল যাপনের প্রতি উৎসাহ দান, জিহাদে পদব্রজে চলা, ধূলিবালি লাগানো ও এতে ভয়ভীতি বরদাস্ত করার ফযীলত প্রসঙ্গ
১৯৯৬. হযরত আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হল, তারপর সে মৃত্যুমুখে পতিত হল বা নিহত হল, সে হবে শহীদ। অথবা তার ঘোড়া বা উট পিঠ থেকে ফেলে তাকে মেরে ফেলল, কিংবা কোন বিষাক্ত প্রাণী তাকে দংশন করল বা সে আল্লাহর ইচ্ছায় নিজ বিছানায় স্বাভাবিক মৃত্যুর শিকার হল, তবে সে ব্যক্তি ও শহীদ। আর তার জান্নাত অবধারিত।
(হাদীসটি আবূ দাউদ, বাকিয়্যাহ ইবনুল ওয়ালীদ সূত্রে ইবন সাওবান থেকে বর্ণনা করেছেন। ইবন সাওবান হলেন, আবদুর রহমান ইব্‌ন সাবিত ইবন সাওবান। বাকিয়‍্যাহ ও আবদুর রহমানের আলোচনা সামনে আসবে।)
التَّرْغِيب فِي الغدوة فِي سَبِيل الله والروحة وَمَا جَاءَ فِي فضل الْمَشْي وَالْغُبَار فِي سَبِيل الله وَالْخَوْف فِيهِ
1996- وَعَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من فصل فِي سَبِيل الله فَمَاتَ أَو قتل فَهُوَ شَهِيد أَو وقصه فرسه أَو بعيره أَو لدغته هَامة أَو مَاتَ على فرَاشه بِأَيّ حتف شَاءَ الله مَاتَ فَإِنَّهُ شَهِيد وَإِن لَهُ الْجنَّة

رَوَاهُ أَبُو دَاوُد من رِوَايَة بَقِيَّة بن الْوَلِيد عَن ابْن ثَوْبَان وَهُوَ عبد الرَّحْمَن بن ثَابت بن ثَوْبَان وَيَأْتِي الْكَلَام على بَقِيَّة وَعبد الرَّحْمَن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯৯৬ | মুসলিম বাংলা