আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৪১
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহর পথে ব্যয়, মুজাহিদদের প্রস্তুতিতে সহযোগিতা ও তাদের পরিবার-পরিজনদের দেখাশোনার প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
১৯৪১. হযরত হাসান ইবন আলী ইবন আবু তালিব, আবুদ-দারদা, আবু হুরায়রা, আবু উমামা বাহিলী, আবদুল্লাহ ইবন উমর, জাবির ইবন আবদুল্লাহ ও ইমরান ইবন হুসায়ন (রা) হতে বর্ণিত। এঁরা সবাই রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর পথে খরচের জন্য একটি দিরহাম পাঠালো এবং নিজে বাড়িতেই থাকল, সে তার প্রত্যেক দিরহামের পরিবর্তে সাতশ' করে নেকী পাবে, আর যে ব্যক্তি জিহাদে সক্রিয়ভবে অংশগ্রহণ করল এবং জিহাদে খরচও করল, সে প্রতি দিরহামের পরিবর্তে সাত লক্ষ সওয়াব পাবে। তারপর তিনি এ আয়াতটি তিলাওয়াত করেন:
والله يضاعف لِمَنْ يَشَاءُ وَاللهُ وَاسِعٌ عَلِيمٌ
"আল্লাহ যাকে ইচ্ছা করেন বহুগুণে বাড়িয়ে দেন।"
(হাদীসটি ইবন মাজাহ খলীল ইবন আবদুল্লাহ সূত্রে হাসান থেকে বর্ণনা করেছেন। হাদীসটির কোন সমালোচনা বা নির্ভরযোগ্যতা সম্পর্কে আমি বলতে পারছি না। এ হাদীসটি ইবন আবু হাতিম হাসান সূত্রে শুধু ইমরান থেকে বর্ণনা করেছেন।
[হাফিয (র) বলেন: হাসান হযরত ইমরান কিংবা ইবন উমর (রা) থেকে হাদীসটি শুনেননি। হাকিম বলেন: আমাদের অধিকাংশ মাশায়েখের মতে হাসান ইমরান (রা) থেকে হাদীসটি শুনেছেন। জমহূর আলিমগণের মতে তিনি হযরত আবু হুরায়রা (রা) থেকেও হাদীসটি শুনেননি, বরং অন্য কারো নিকট থেকে শুনে থাকবেন। আল্লাহ্ ভাল জানেন।)
والله يضاعف لِمَنْ يَشَاءُ وَاللهُ وَاسِعٌ عَلِيمٌ
"আল্লাহ যাকে ইচ্ছা করেন বহুগুণে বাড়িয়ে দেন।"
(হাদীসটি ইবন মাজাহ খলীল ইবন আবদুল্লাহ সূত্রে হাসান থেকে বর্ণনা করেছেন। হাদীসটির কোন সমালোচনা বা নির্ভরযোগ্যতা সম্পর্কে আমি বলতে পারছি না। এ হাদীসটি ইবন আবু হাতিম হাসান সূত্রে শুধু ইমরান থেকে বর্ণনা করেছেন।
[হাফিয (র) বলেন: হাসান হযরত ইমরান কিংবা ইবন উমর (রা) থেকে হাদীসটি শুনেননি। হাকিম বলেন: আমাদের অধিকাংশ মাশায়েখের মতে হাসান ইমরান (রা) থেকে হাদীসটি শুনেছেন। জমহূর আলিমগণের মতে তিনি হযরত আবু হুরায়রা (রা) থেকেও হাদীসটি শুনেননি, বরং অন্য কারো নিকট থেকে শুনে থাকবেন। আল্লাহ্ ভাল জানেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي النَّفَقَة فِي سَبِيل الله وتجهيز الْغُزَاة وخلفهم فِي أهلهم
1941- وَعَن الْحسن بن عَليّ بن أبي طَالب وَأبي الدَّرْدَاء وَأبي هُرَيْرَة وَأبي أُمَامَة الْبَاهِلِيّ وَعبد الله بن عمر وَجَابِر بن عبد الله وَعمْرَان بن حُصَيْن رَضِي الله عَنْهُم كلهم يحدث عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ من أرسل نَفَقَة فِي سَبِيل الله وَأقَام فِي بَيته فَلهُ بِكُل دِرْهَم سَبْعمِائة دِرْهَم وَمن غزا بِنَفسِهِ فِي سَبِيل الله وَأنْفق فِي وَجهه ذَلِك فَلهُ بِكُل دِرْهَم سَبْعمِائة ألف دِرْهَم
ثمَّ تَلا هَذِه الْآيَة {وَالله يُضَاعف لمن يَشَاء} الْبَقَرَة 162
رَوَاهُ ابْن مَاجَه عَن الْخَلِيل بن عبد الله وَلَا يحضرني فِيهِ جرح وَلَا عَدَالَة عَن الْحسن عَنْهُم وَرَوَاهُ ابْن أبي حَاتِم عَن الْحسن عَن عمرَان فَقَط
قَالَ الْحَافِظ وَالْحسن لم يسمع من عمرَان وَلَا من ابْن عمر وَقَالَ الْحَاكِم أَكثر مَشَايِخنَا على أَن الْحسن سمع من عمرَان انْتهى
وَالْجُمْهُور على أَنه لم يسمع من أبي هُرَيْرَة أَيْضا وَقد سمع من غَيرهم وَالله أعلم
ثمَّ تَلا هَذِه الْآيَة {وَالله يُضَاعف لمن يَشَاء} الْبَقَرَة 162
رَوَاهُ ابْن مَاجَه عَن الْخَلِيل بن عبد الله وَلَا يحضرني فِيهِ جرح وَلَا عَدَالَة عَن الْحسن عَنْهُم وَرَوَاهُ ابْن أبي حَاتِم عَن الْحسن عَن عمرَان فَقَط
قَالَ الْحَافِظ وَالْحسن لم يسمع من عمرَان وَلَا من ابْن عمر وَقَالَ الْحَاكِم أَكثر مَشَايِخنَا على أَن الْحسن سمع من عمرَان انْتهى
وَالْجُمْهُور على أَنه لم يسمع من أبي هُرَيْرَة أَيْضا وَقد سمع من غَيرهم وَالله أعلم