আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৪২
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহর পথে ব্যয়, মুজাহিদদের প্রস্তুতিতে সহযোগিতা ও তাদের পরিবার-পরিজনদের দেখাশোনার প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
১৯৪২. হযরত মুয়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর পথের জিহাদে অধিক যিক্‌র করে, তার জন্য সুসংবাদ। তাঁর প্রত্যেকটি কালেমার বিনিময়ে সত্তর হাজার সওয়াব লিখা হবে। এগুলোকে আবার দশগুণ বাড়িয়ে দেয়া হবে এবং আল্লাহর নিকট তার 'বাড়তি' পুরস্কারের সাথে যুক্ত করা হবে। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করলেও কি এ রকম সওয়াব পাওয়া যাবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন। খরচের বেলাও এমন সওয়াব দেয়া হবে। আবদুর রহমান বলেন, আমি মুয়ায (রা)-কে বললাম, আল্লাহর পথে ব্যয় করলে সাতশ' গুণ সওয়াব দেয়া হবে। মুয়ায (রা) বললেন, তুমি বুঝতে পারো নি। এই সওয়াব তো তখন, যখন সে জিহাদ না করে বাড়িতে থাকা অবস্থায় খরচ করবে। আর যদি সক্রিয়ভাবে জিহাদে থাকা অবস্থায় খরচ করে, তখন আল্লাহ্ তা'আলা তাঁর রহমতের খনিতে এর নেকী এই পরিমাণ বৃদ্ধি করতে থাকেন, মানুষের ধারণা ও জ্ঞান যা অনুমান করতে অপারগ। এরাই হচ্ছে আল্লাহর দল, আর আল্লাহর দল নিশ্চয়ই বিজয়ী।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে বর্ণনা করেছেন। এ হাদীসটির বর্ণনা সূত্রে এমন একজন বর্ণনাকারী রয়েছেন, যাঁর নাম উল্লেখ করা হয়নি।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي النَّفَقَة فِي سَبِيل الله وتجهيز الْغُزَاة وخلفهم فِي أهلهم
1942- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ طُوبَى لمن أَكثر فِي الْجِهَاد فِي سَبِيل الله من ذكر الله فَإِن لَهُ بِكُل كلمة سبعين ألف حَسَنَة كل حَسَنَة مِنْهَا عشرَة أَضْعَاف مَعَ الَّذِي لَهُ عِنْد الله من الْمَزِيد
قيل يَا رَسُول الله النَّفَقَة قَالَ النَّفَقَة على قدر ذَلِك
قَالَ عبد الرَّحْمَن فَقلت لِمعَاذ إِنَّمَا النَّفَقَة بسبعمائة ضعف فَقَالَ معَاذ قل فهمك إِنَّمَا ذَاك إِذا أنفقوها وهم مقيمون فِي أَهْليهمْ غير غزَاة فَإِذا غزوا وأنفقوا خبأ الله لَهُم من خَزَائِن رَحمته مَا يَنْقَطِع عَنهُ علم الْعباد وصفتهم فَأُولَئِك حزب الله وحزب الله هم الغالبون

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي إِسْنَاده راو لم يسم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯৪২ | মুসলিম বাংলা