আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৪০
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহর পথে ব্যয়, মুজাহিদদের প্রস্তুতিতে সহযোগিতা ও তাদের পরিবার-পরিজনদের দেখাশোনার প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
১৯৪০. হযরত ইবন উমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, যখন কুরআন কারীমের নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হল:
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
"যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ হল, যেমন একটি বীজ থেকে সাতটি শীষ গজায় এবং প্রতিটি শীষে থাকে একশ' দানা, আল্লাহ্ তা'আলা অতি দানশীল ও সর্বজ্ঞ।" (সূরা বাকারা,আয়াত নং-২৬১)
রাসূলুল্লাহ তখন বললেনঃ হে আল্লাহ! আমার উম্মতের প্রতিদান আরো বাড়িয়ে দিন। তারপরই নাযিল হল:
إِنَّمَا يُوفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِساب
"নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের অগণিত সওয়াব প্রদান করা হয়।"
(হাদীসটি ইবন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেছেন।)
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
"যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ হল, যেমন একটি বীজ থেকে সাতটি শীষ গজায় এবং প্রতিটি শীষে থাকে একশ' দানা, আল্লাহ্ তা'আলা অতি দানশীল ও সর্বজ্ঞ।" (সূরা বাকারা,আয়াত নং-২৬১)
রাসূলুল্লাহ তখন বললেনঃ হে আল্লাহ! আমার উম্মতের প্রতিদান আরো বাড়িয়ে দিন। তারপরই নাযিল হল:
إِنَّمَا يُوفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِساب
"নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের অগণিত সওয়াব প্রদান করা হয়।"
(হাদীসটি ইবন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي النَّفَقَة فِي سَبِيل الله وتجهيز الْغُزَاة وخلفهم فِي أهلهم
1940- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ لما نزلت {مثل الَّذين يُنْفقُونَ أَمْوَالهم فِي سَبِيل الله كَمثل حَبَّة أنبتت سبع سنابل فِي كل سنبلة مائَة حَبَّة وَالله يُضَاعف لمن يَشَاء وَالله وَاسع عليم} الْبَقَرَة 162
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رب زد أمتِي فَنزلت {إِنَّمَا يُوفى الصَّابِرُونَ أجرهم بِغَيْر حِسَاب} الزمر 01
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رب زد أمتِي فَنزلت {إِنَّمَا يُوفى الصَّابِرُونَ أجرهم بِغَيْر حِسَاب} الزمر 01
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ