আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৩৯
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহর পথে ব্যয়, মুজাহিদদের প্রস্তুতিতে সহযোগিতা ও তাদের পরিবার-পরিজনদের দেখাশোনার প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
১৯৩৯. বাযযার (র) মি'রাজ সম্পর্কিত হাদীসটি রবী' ইব্‌ন আনাস সূত্রে আবুল আলিয়া অথবা অন্যের বরাতে হযরত আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এমন একটি সওয়ারী আনা হল, যে বাহনটি প্রতি পদক্ষেপে তার দৃষ্টিসীমার শেষ পর্যন্ত চলে যেত। রাসূলুল্লাহ (ﷺ) জিবরাঈল (আ)-কে সাথী করে সফর করলেন। তাঁরা এমন এক স্থানে উপনীত হলেন যে, সেখানকার মানুষ যেদিন চাষ করে, সেই দিনই ফসল কেটে ফেলে। যখন তারা ফসল সংগ্রহ করে ফেলে, শীষগুলো আবার পূর্বের ন্যায় দানায় পূর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ (ﷺ) জিবরাঈলকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাঈল বললেন, এরা হল আল্লাহর পথের মুজাহিদ। প্রত্যেক কাজেই তাদেরকে সাতশ' পরিমাণ সওয়াব দেয়া হবে। ওরা যা খরচ করবে, তার সবটুকুতেই আল্লাহ্ তা'আলা এমন বর্ধিত সওয়াব দিবেন। তারপর দীর্ঘ হাদীসটি বর্ণনা করেন।
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي النَّفَقَة فِي سَبِيل الله وتجهيز الْغُزَاة وخلفهم فِي أهلهم
1939 - وروى الْبَزَّار حَدِيث الْإِسْرَاء من طَرِيق الرّبيع بن أنس عَن أبي الْعَالِيَة أَو غَيره عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أُتِي بفرس يَجْعَل كل خطو مِنْهُ أقْصَى بَصَره فَسَار وَسَار مَعَه جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام فَأتى على قوم يزرعون فِي يَوْم ويحصدون فِي يَوْم كلما حصدوا عَاد كَمَا كَانَ فَقَالَ يَا جِبْرَائِيل من هَؤُلَاءِ قَالَ هَؤُلَاءِ المجاهدون فِي سَبِيل الله
تضَاعف لَهُم الْحَسَنَة بسبعمائة ضعف وَمَا أَنْفقُوا من شَيْء فَهُوَ يخلفه
فَذكر الحَدِيث بِطُولِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান