আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৩৮
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহর পথে ব্যয়, মুজাহিদদের প্রস্তুতিতে সহযোগিতা ও তাদের পরিবার-পরিজনদের দেখাশোনার প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
১৯৩৮. হযরত খুরায়ম ইব্‌ন ফাতিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর পথে (জিহাদে) সামান্য খরচ করল, সাতশ' গুণ সওয়াব তার আমলনামায় লিখিত হবে।
(হাদীসটি নাসাঈ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান। ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। হাকীমও এটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হাদীসটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي النَّفَقَة فِي سَبِيل الله وتجهيز الْغُزَاة وخلفهم فِي أهلهم
1938- عَن خريم بن فاتك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أنْفق نَفَقَة فِي سَبِيل الله كتبت بسبعمائة ضعف

رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান