আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৩৭
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯৩৭. হযরত সাহল ইবন হান্‌যালিয়্যা (রা) থেকে বর্ণিত। হুনায়নের দিনে আমরা রাসূলুল্লাহ্(ﷺ)-এর সফরসঙ্গী ছিলাম। আমরা এত দীর্ঘ সফর করি যে, অপরাহ্ন হয়ে যায়। আমি রাসূলুল্লাহ্(ﷺ)-এর সাথে যুহরের সালাতে শরীক হই। এমন সময় এক অশ্বারোহী ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ। আমি আপনাদের আগে আগে পথ চলতে চলতে অমুক অমুক পাহাড়ে উপনীত হলাম। হঠাৎ দেখলাম, হাওয়াযিন গোত্রের লোকেরা তাদের উট-ঘোড়া ও মহিলাসহ সেখানে সমবেত হয়েছে।
রাসুলুল্লাহ (ﷺ) তার কথা শুনে মুচকি হেসে বললেনঃ ইনশা আল্লাহ্ এগুলো আগামীকালই মুসলমানদের গনীমতে পরিণত হবে। তারপর তিনি বললেন: কে আছ হে, যে রাতের বেলায় আমাদের পাহারা দেবে? আনাস ইবন আবু মারসাদ গানাবী (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি প্রস্তুত আছি। রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি সওয়ার হও। আবু মারসাদ তাঁর ঘোড়ায় সওয়ার হয়ে রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে গেলেন। রাসুলুল্লাহ্ (ﷺ) তাঁকে বললেন: তুমি ঐ গিরিপথে গিয়ে পাহাড়ের চূড়ায় আরোহণ করবে। রাতে যেন তোমার দিক থেকে কোন ধোঁকায় পড়তে না হয়। যখন সকাল হল, রাসুলুল্লাহ (ﷺ) সালাতের স্থানে গিয়ে দু'রাকআত সালাত আদায় করলেন। তারপর বললেন: তোমরা কি তোমাদের অশ্বারোহীর কোন সন্ধান পেলে হে? সবাই বলল, ইয়া রাসূলাল্লাহ্। আমরা তো তার সন্ধান পাইনি? তারপর সালাতের জন্য লোকজনকে একত্রিত করা হলে রাসুলুল্লাহ (ﷺ) গিরিপথটির দিকে দৃষ্টি রেখে সালাত আদায় করলেন। সালাত সম্পন্ন করে তিনি বললেন। সুসংবাদ গ্রহণ কর। ঐ তোমাদের অশ্বারোহী আসছে। আমরা গাছের ফাঁক দিয়ে গিরিপথটির দিকে তাকাচ্ছিলাম, এমন সময় সেই অশ্বারোহী রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সামনে এসে দাঁড়াল। তারপর বলল, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর নির্দেশ মুতাবিক ঐ পাহাড়ের চূড়ায় আরোহণ করেছিলাম। সকালে আমি গিরিপথ দু'টিতে লক্ষ্য করলাম, কিন্তু শত্রুপক্ষের কেউ দৃষ্টিগোচর হলো না। রাসুলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন। : রাত্রে তুমি কি কোথাও অবতরণ করেছিলে? অশ্বারোহী বলল, না। সালাত ও প্রকৃতির ডাকে সাড়া দেয়া ছাড়া অন্য কোন প্রয়োজনে আমি অবতরণ করিনি। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বললেন: তুমি জান্নাত অবশ্যম্ভাবী করে নিয়েছ। ।। এরপর তুমি কোন নেক আমল না করলেও তোমার কোন ক্ষতি হবে না।
(নাসাঈ ও আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। বর্ণিত পাঠ আবু দাউদের।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1937- وَعَن سهل ابْن الحنظلية رَضِي الله عَنهُ أَنهم سَارُوا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْم حنين فأطنبوا السّير حَتَّى كَانَ عَشِيَّة فَحَضَرت صَلَاة الظّهْر مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فجَاء فَارس فَقَالَ
يَا رَسُول الله إِنِّي انْطَلَقت بَين أَيْدِيكُم حَتَّى طلعت على جبل كَذَا وَكَذَا فَإِذا أَنا بهوازن على بكرَة أَبِيهِم بظعنهم ونعمهم وَنِسَائِهِمْ اجْتَمعُوا إِلَى حنين فَتَبَسَّمَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقَالَ تِلْكَ غنيمَة الْمُسلمين غَدا إِن شَاءَ الله تَعَالَى ثمَّ قَالَ من يحرسنا اللَّيْلَة قَالَ أنس بن أبي مرْثَد الغنوي أَنا يَا رَسُول الله
قَالَ اركب فَركب فرسا لَهُ وَجَاء إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسْتقْبل هَذَا الشّعب حَتَّى تكون فِي أَعْلَاهُ وَلَا تغرن من قبلك اللَّيْلَة فَلَمَّا أَصْبَحْنَا خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى مُصَلَّاهُ فَرَكَعَ رَكْعَتَيْنِ ثمَّ قَالَ هَل أحسستم فارسكم قَالُوا يَا رَسُول الله مَا أحسسناه فثوب بِالصَّلَاةِ فَجعل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُصَلِّي وَهُوَ يلْتَفت إِلَى الشّعب حَتَّى إِذا قضى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صلَاته وَسلم قَالَ أَبْشِرُوا فقد جَاءَ فارسكم فَجعلنَا نَنْظُر إِلَى خلال الشّجر فِي الشّعب فَإِذا هُوَ قد جَاءَ حَتَّى وقف على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنِّي انْطَلَقت حَتَّى كنت فِي أَعلَى هَذَا الشّعب حَيْثُ أَمرنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَلَمَّا أَصبَحت اطَّلَعت الشعبين كِلَاهُمَا فَنَظَرت فَلم أر أحدا فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَل نزلت اللَّيْلَة قَالَ لَا إِلَّا مُصَليا أَو قَاضِي حَاجَة فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قد أوجبت فَلَا عَلَيْك أَن لَا تعْمل بعْدهَا

رَوَاهُ النَّسَائِيّ وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ
أوجبت أَي أتيت بِفعل أوجب لَك الْجنَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান