আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৩৬
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯৩৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : প্রত্যেক চোখ কিয়ামতের দিন কাদবে; কিন্তু যে চোখ আল্লাহ্ তা'আলার নিষিদ্ধ বস্তুসমূহ থেকে অত্যন্ত কঠোরতার সাথে বেঁচে রয়েছে এবং যে চোখ আল্লাহর পথে বিনিদ্র রাত কাটিয়েছে এবং যে চোখ আল্লাহর ভয়ে মাছির মাথা পরিমাণ অশ্রুত প্রবাহিত করেছে, সেসব চোখ কিয়ামতের দিন কাঁদবে না।
(হাদীসটি ইস্পাহানী বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1936- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كل عين باكية يَوْم الْقِيَامَة إِلَّا عين غضت عَن محارم الله وَعين سهرت فِي سَبِيل الله وَعين خرج مِنْهَا مثل رَأس الذُّبَاب من خشيَة الله

رَوَاهُ الْأَصْبَهَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান