আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৩৫
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯৩৫. হযরত আবু রায়হানা (রা) হতে বর্ণিত। তিনি বলেন: আমরা রাসূলুল্লাহ্(ﷺ)-এর সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। একদিন আমরা একটি উঁচু জায়গায় রাত যাপনের জন্য উপস্থিত হলাম। রাত্রে আমাদের এমন ঠাণ্ডা লেগে গেল যে, আমরা দেখতে গেলাম, মানুষ ঠাণ্ডা থেকে আত্মরক্ষার জন্য মাটি খুঁড়ে গর্ত তৈরি করছে এবং তার মধ্যে ঢুকে উপরে ঢাল রাখছে। রাসূলুল্লাহ্ মানুষের এ অবস্থা দেখে বললেনঃ কে আছো, যে আজ রাতে আমাদের পাহারাদারী করবে? আমি তার জন্য অতিরিক্ত দু'আ করব। জনৈক আনসার সাহাবী বললেন, ইয়া রাসুলাল্লাহ। আমি প্রস্তুত। রাসূলুল্লাহ(ﷺ) বললেন: আমার কাছে এসো। তিনি কাছে আসলেন। তখন রাসূলুল্লাহ্(ﷺ) বললেন: তুমি কে হে? আনসার সাহাবী তাঁর নাম বললেন। তারপর রাসূলুল্লাহ্ দীর্ঘক্ষণ ধরে দু'আ করলেন।
হযরত আবু রায়হানা (রা) বলেন: আমি রাসূলুল্লাহ্(ﷺ)-এর এ দু'আ শুনে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমিও আছি। তিনি বললেন: আমার কাছে আস। আমি তাঁর কাছে গেলাম। তিনি জিজ্ঞেস করলেন। তুমি কে হে? আমি বললাম, আবু রায়হানা। তখন তিনি আমার জন্য দু'আ করলেন, যা ছিল আনসারী সাহাবীর জন্য কৃত দু'আর চেয়ে কম। তারপর তিনি বললেনঃ যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করে অথবা ক্রন্দন করে, সেই চোখের জন্য জাহান্নাম হারাম। যে চোখ মহান আল্লাহর পথে প্রহরায় বিনিদ্র রজনী কাটায়, তার জন্যও জাহান্নাম হারাম এবং তৃতীয় আর এক ধরনের চোখের জন্য আল্লাহ্ তা'আলা জাহান্নাম হারাম করে নিয়েছেন, তা মুহাম্মদ ইব্‌ন শুমায়র (বর্ণনাকারী) শুনতে পাননি।)
(হাদীসটি আহমদ উপরে বর্ণিত শব্দমালায় রিওয়ায়াত করেছেন। আহমদ-এর বর্ণনাটির অংশবিশেষ নাসাঈ বর্ণনা করেছেন। তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাত'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1935- وَعَن أبي رَيْحَانَة رَضِي الله عَنهُ قَالَ كُنَّا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي غَزْوَة فأتينا ذَات يَوْم على شرف فبتنا عَلَيْهِ فأصابنا برد شَدِيد حَتَّى رَأَيْت من يحْفر فِي الأَرْض حُفْرَة يدْخل فِيهَا ويلقي عَلَيْهِ الحجفة يَعْنِي الترس فَلَمَّا رأى ذَلِك رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من النَّاس قَالَ من يحرسنا اللَّيْلَة وأدعو لَهُ بِدُعَاء يكون فِيهِ فضل فَقَالَ رجل من الْأَنْصَار أَنا يَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ادنه فَدَنَا فَقَالَ من أَنْت فتسمى لَهُ الْأنْصَارِيّ فَفتح رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِالدُّعَاءِ فَأكْثر مِنْهُ
قَالَ أَبُو رَيْحَانَة فَلَمَّا سَمِعت مَا دَعَا بِهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقلت أَنا رجل آخر قَالَ ادنه فدنوت فَقَالَ من أَنْت فَقلت أَبُو رَيْحَانَة فَدَعَا لي بِدُعَاء وَهُوَ دون مَا دَعَا للْأَنْصَارِيِّ ثمَّ قَالَ حرمت النَّار على عين دَمَعَتْ أَو بَكت من خشيَة الله وَحرمت النَّار على عين سهرت فِي سَبِيل الله عز وَجل وَقَالَ حرمت النَّار على عين أُخْرَى ثَالِثَة لم يسْمعهَا مُحَمَّد بن شمير

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَرُوَاته ثِقَات للنسائي بِبَعْضِه وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯৩৫ | মুসলিম বাংলা