আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৩৪
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯৩৪. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। দু'ধরনের চোখের জাহান্নামের। আগুন নাগাল পাওয়া হারাম করে দেয়া হয়েছে। (১) যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে এবং (২) যে চোখ কাফিরদের শত্রুতা থেকে ইসলাম ও মুসলমানদের রক্ষায় প্রহরাকার্যে রাত্রি যাপন করেছে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। হাদীসের বর্ণনা সূত্রে ইনকিতা রয়েছে।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। হাদীসের বর্ণনা সূত্রে ইনকিতা রয়েছে।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1934- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَيْضا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ حرم على عينين أَن تنالهما النَّار عين بَكت من خشيَة الله وَعين باتت تحرس الْإِسْلَام وَأَهله من الْكفْر
رَوَاهُ الْحَاكِم وَفِي إِسْنَاده انْقِطَاع
رَوَاهُ الْحَاكِم وَفِي إِسْنَاده انْقِطَاع