আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৩৩
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯৩৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ)বলেছেন: তিন প্রকার চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। (১) যে চোখ আল্লাহর পথে বিনষ্ট হয়ে গেছে, (২) যে চোখ আল্লাহর পথে প্রহরাকার্যে বিনিদ্র থেকেছে এবং (৩) যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করেছে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটির বর্ণনা সূত্র সহীহ। | শ্রুতি লিখক (র) বলেন। তবে এ সনদে উমর ইবন রাশেদ ইয়ামানী নামক একজন সন্দিগ্ধ বর্ণনাকারী রয়েছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1933- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة أعين لَا تمسها النَّار عين فقئت فِي سَبِيل الله وَعين حرست فِي سَبِيل الله وَعين بَكت من خشيَة الله

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ المملي رَضِي الله عَنهُ بل فِي إِسْنَاده عمر بن رَاشد الْيَمَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯৩৩ | মুসলিম বাংলা