আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৩০
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯৩০. হযরত মু'আবিয়া ইবন হাইদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ)বলেছেন: তিন ধরনের লোক এমন যাদের চোখ দোযখের আগুন দেখবে না : (১) যে চোখ আল্লাহর রাহে পাহারাদারী করে, (২) যে-চোখ আল্লাহর ভয়ে রোদন করে এবং (৩) যে চোখ আল্লাহ্ তা'আলার নিষিদ্ধ বস্তু (দর্শন) থেকে বিরত থাকে
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন এ সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য। কিন্তু আবুল হাবীব আব্‌কারী নামক বর্ণনাকারীর অবস্থা এখন আমার মনে পড়ছে না।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1930- وَعَن مُعَاوِيَة بن حيدة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا ترى أَعينهم النَّار عين حرست فِي سَبِيل الله وَعين بَكت من خشيَة الله وَعين كفت عَن محارم الله

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا أَن أَبَا الحبيب العبقري لَا يحضرني حَاله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯৩০ | মুসলিম বাংলা