আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৩১
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯৩১. হযরত ইবন উমর (রা) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ(ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদেরকে এমন একটি রাতের-কথা বলব? যে রাতটি লায়লাতুল কদর থেকে উত্তম? তাহলে ঐ প্রহরী ব্যক্তির রাত, যে এমন ভীতিসংকুল স্থানে পাহারা দেয়, যেখান থেকে তার পরিবারে ফিরে যাওয়ার আশা খুব ক্ষীণ থাকে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বুখারীর শর্তানুযায়ী সহীহ্।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1931- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَلا أنبئكم لَيْلَة أفضل من لَيْلَة الْقدر حارس حرس فِي أَرض خوف لَعَلَّه أَن لَا يرجع إِلَى أَهله

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান