আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯২৯
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯২৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দু'ধরনের চোখকে কস্মিনকালেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে চোখ সারারাত ধরে জেগে আল্লাহর রাহে প্রহরাকর্মে নিয়োজিত থাকে এবং যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করে।
(হাদীসটি আবু ইয়ালা বর্ণনা করেন। তাঁর সূত্র- পরম্পরা নির্ভরযোগ্য। তাবারানীও হাদীসটি তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন, তবে তিনি বলেছেন: 'দু'ধরনের চোখ দোযখ দেখবে না।')
(হাদীসটি আবু ইয়ালা বর্ণনা করেন। তাঁর সূত্র- পরম্পরা নির্ভরযোগ্য। তাবারানীও হাদীসটি তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন, তবে তিনি বলেছেন: 'দু'ধরনের চোখ দোযখ দেখবে না।')
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1929- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عينان لَا تمسهما النَّار أبدا عين باتت تكلأ فِي سَبِيل الله وَعين بَكت من خشيَة الله
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته ثِقَات وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط إِلَّا أَنه قَالَ عينان لَا تريان النَّار
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته ثِقَات وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط إِلَّا أَنه قَالَ عينان لَا تريان النَّار