আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯২৮
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯২৮. আবূ ইয়ালা সূত্রে সংক্ষেপে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)বলেছেন: যে ব্যক্তি রাতের বেলায় সমুদ্র উপকূলে* পাহারা দেয়, স্বগৃহে পরিবার-পরিজনের মধ্যে থেকে এক হাজার বছর ইবাদত করার চেয়েও তা উত্তম।
*সমুদ্র তীরবর্তী এলাকায় কনকনে শীতের মধ্যে রাতের বেলা প্রহরাকর্ম একটি সুকঠিন ও কষ্টসাধ্য ব্যাপার বলে হাদীসে বিশেষভাবে এর উল্লেখ করা হয়েছে।
*সমুদ্র তীরবর্তী এলাকায় কনকনে শীতের মধ্যে রাতের বেলা প্রহরাকর্ম একটি সুকঠিন ও কষ্টসাধ্য ব্যাপার বলে হাদীসে বিশেষভাবে এর উল্লেখ করা হয়েছে।
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1928- وَرَوَاهُ أَبُو يعلى مُخْتَصرا قَالَ من حرس لَيْلَة على سَاحل الْبَحْر كَانَ أفضل من عِبَادَته فِي أَهله ألف سنة