আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯২৫
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯২৫. হযরত ইবন আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ্(ﷺ) বলেছেনঃ দু'ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না: (১) যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করে এবং (২) যে চোখ আল্লাহর পথে প্রহরায় বিনিদ্র রাত কাটায়।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেন, হাদীসটি হাসান-গরীব।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1925- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول عينان لَا تمسهما النَّار عين بَكت من خشيَة الله وَعين باتت تحرس فِي سَبِيل الله

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯২৫ | মুসলিম বাংলা