আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯২৪
 অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
১৯২৪. বায়হাকী হাদীসটি উম্মে মুবাশ্বির সূত্রে সংক্ষিপ্তাকারে নবী করীম হয় থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: মর্যাদার দিক থেকে সেই ব্যক্তিই সর্বোত্তম যে অশ্বপৃষ্ঠে থেকে শত্রুকে আতঙ্কিত রাখে এবং শত্রুরাও তাকে আতঙ্কিত করে তোলে।
كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد 
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
1924- وَرَوَاهُ الْبَيْهَقِيّ مُخْتَصرا من حَدِيث أم مُبشر تبلغ بِهِ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خير النَّاس منزلَة رجل على متن فرسه يخيف الْعَدو ويخيفونه