আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯২৩
অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
১৯২৩. হযরত উম্মে মালিক বাহ্‌যিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন-একদা রাসূলুল্লাহ্(ﷺ) একটি বিপর্যয়ের। কথা বললেন এবং এটি নিকটবর্তী বলেও উল্লেখ করলেন। উম্মে মালিক বাহযিয়া বলেন, এরপর আমি রাসূলুল্লাহ(ﷺ)-কে বললাম, ইয়া রাসুলাল্লাহ। ঐ সময় কোন ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি হবে? তিনি বললেনঃ সে ব্যক্তিই সব চেয়ে উত্তম, যে গোটা কয়েক চতুষ্পদ জন্তু নিয়ে নির্জনে বাস করে এবং এগুলোর হক আদায় করে ও তার প্রভুর ইবাদত করে। আর ঐ ব্যক্তি, সর্বদা যে ঘোড়া বাগ ধরে থেকে শত্রুকে ভীতিগ্রস্ত করে এবং শত্রুরাও তাকে ভীতিগ্রস্ত করে।
(হাদীসটি তিরমিযী জনৈক ব্যক্তি... তাউস... উম্মে মালিক সূত্রে বর্ণনা করেন। তিরমিযী বলেন, এ সূত্রে হাদীসটি গরীব। হাদীসটি লাইস... ইবন আবু সুলায়ম তাউস থেকে এবং তাউস উম্মে মালিক থেকে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
1923- وَعَن أم مَالك البهزية رَضِي الله عَنْهَا قَالَت ذكر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فتْنَة فقربها قَالَت قلت يَا رَسُول الله من خير النَّاس فِيهَا قَالَ رجل فِي مَاشِيَة يُؤَدِّي حَقّهَا ويعبد ربه وَرجل آخذ بِرَأْس فرسه يخيف الْعَدو ويخيفونه

رَوَاهُ التِّرْمِذِيّ عَن رجل عَن طَاوس عَن أم مَالك وَقَالَ حَدِيث غَرِيب من هَذَا الْوَجْه وَرَوَاهُ لَيْث بن أبي سليم عَن طَاوس عَن أم مَالك انْتهى
tahqiqতাহকীক:তাহকীক চলমান