আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯২৬
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯২৬. হযরত মুয়ায ইবন আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি মুসলমানদের পশ্চাতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় স্বতঃস্ফূর্তভাবে তাদের পাহারাদারী করল, কোন শাসকের চাপের মুখে নয়, তার দু'চোখ দিয়ে সে কখনো জাহান্নামের আগুন দেখবে না। তবে আল্লাহর কসমটি পূর্ণ করার জন্য, কেননা আল্লাহ তা'আলা বলেনঃ "তোমাদের মধ্যে এমন কেউ নেই যে, তথায় পৌছবে না।” (১৯:৭১)
(হাদীসটি আহমদ, আবু ইয়ালা ও তাবারানী বর্ণনা করেছেন: তাবারানী বলেন, অন্য হাদীসের পোষকতায় এতে কোন দোষ নেই।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1926- وَعَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حرس من وَرَاء الْمُسلمين فِي سَبِيل الله تبَارك وَتَعَالَى مُتَطَوعا لَا يَأْخُذهُ سُلْطَان لم ير النَّار بِعَيْنِه إِلَّا تَحِلَّة
الْقسم فَإِن الله تَعَالَى يَقُول {وَإِن مِنْكُم إِلَّا واردها} مَرْيَم 17

رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَلَا بَأْس بِإِسْنَادِهِ فِي المتابعات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯২৬ | মুসলিম বাংলা