আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৬২
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৬২. হযরত সুফিয়ান ইবন আবূ যুহায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ মা ﷺ -কে বলতে শুনেছি, ইয়েমেন বিজিত হবে। তখন একদল লোক দ্রুত ইয়েমেনের দিকে ছুটে যাবে এবং নিজের পরিবার-পরিজন ও অধীনস্থদেরকেও নিয়ে যাবে। অথচ মদীনাই তাদের জন্য উত্তম, যদি তারা জানত। এক সময় সিরিয়া বিজিত হবে। তখন একদল লোক দ্রুত সেখানে চলে যাবে এবং নিজের পরিবার-পরিজন ও অধীনস্থদেরকেও নিয়ে যাবে কিন্তু মদীনাই তাদের জন্য উত্তম, যদি তারা জানত। ইরাক বিজিত হবে। তখনও একদল লোক দ্রুত ইরাকের দিকে ছুটে যাবে এবং নিজের পরিবার-পরিজন ও অনুসারীদেরকেও নিয়ে যাবে। কিন্তু মদীনাই তাদের জন্য উত্তম, যদি তারা জানত।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1862- وَعَن سُفْيَان بن أبي زُهَيْر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول تفتح الْيمن فَيَأْتِي قوم يبسون فيتحملون بأهليهم وَمن أطاعهم وَالْمَدينَة خير لَهُم لَو كَانُوا يعلمُونَ وتفتح الشَّام فَيَأْتِي قوم يبسون فيتحملون بأهليهم وَمن أطاعهم وَالْمَدينَة خير لَهُم لَو كَانُوا يعلمُونَ وتفتح الْعرَاق فَيَأْتِي قوم يبسون فيتحملون بأهليهم وَمن أطاعهم وَالْمَدينَة خير لَهُم لَو كَانُوا يعلمُونَ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান