আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৬৩
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৬৩. হযরত আবু উসায়দ সায়িদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ ﷺ -এর সাথে হযরত হামযা ইবন আবদুল মুত্তালিব (রা)-এর কবরের পাশে উপস্থিত ছিলাম। লোকেরা তাঁর চেহারার উপর চাদর টেনে দিতে লাগল কিন্তু তখন তাঁর পা দু'টি খুলে যাচ্ছিল। আর যখন পা ঢাকতে যাচ্ছিল, তখন তাঁর মুখ খুলে যাচ্ছিল। রাসূলুল্লাহ ﷺ বললেন: চাদরটি তাঁর মুখের উপর রেখে দাও আর পায়ের উপর এ গাছের কিছু পাতা দিয়ে দাও। বর্ণনাকারী বলেন, একটু পরে রাসূলুল্লাহ্ ﷺ মাথা উত্তোলন করলেন। তিনি দেখলেন, সাহাবীগণ কাঁদছেন। রাসুলুল্লাহ তখন বললেন, মানুষের উপর এমন একটি সময় আসবে, যখন তারা শস্য শ্যামল পল্লীর দিকে চলে যাবে এবং সেখানে খাদ্য, পোশাক ও বাহন পাবে অথবা বললেন, বিভিন্ন রকমের বাহন পাবে। তারা তখন তাদের পরিবার-পরিজনকে লিখবে, আমাদের নিকট এসে যাও। কেননা তোমরা হিজাযের ঊষর ভূমিতে রয়েছ। অথচ মদীনাই তাদের জন্য উত্তম, যদি তারা জানত।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1863- وَعَن أبي أسيد السَّاعِدِيّ رَضِي الله عَنهُ قَالَ كُنَّا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على قبر حَمْزَة بن عبد الْمطلب فَجعلُوا يجرونَ النمرة على وَجهه فتنكشف قدماه ويجرونها على قَدَمَيْهِ فينكشف وَجهه فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اجْعَلُوهَا على وَجهه وَاجْعَلُوا على قَدَمَيْهِ من هَذَا الشّجر
قَالَ فَرفع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَأسه فَإِذا أَصْحَابه يَبْكُونَ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّه يَأْتِي على النَّاس زمَان يخرجُون إِلَى الأرياف فيصيبون مِنْهَا مطعما وملبسا ومركبا أَو قَالَ مراكب فيكتبون إِلَى أَهْليهمْ هَلُمَّ إِلَيْنَا فَإِنَّكُم بِأَرْض حجاز جدوبة وَالْمَدينَة خير لَهُم لَو كَانُوا يعلمُونَ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান