আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৬১
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৬১. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: মদীনাবাসীর উপর এমন এক যুগ আসবে যে, তখন কিছু লোক সুখ-স্বাচ্ছন্দ্যের আশায় শস্য-শ্যামল পল্লীসমূহের দিকে চলে যাবে। সেখানে গিয়ে তারা সুখ-স্বাচ্ছন্দ্য পাবে। তারপর তারা আপন পরিজনকেও সুখ-স্বাচ্ছন্দ্যের দিকে নিয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে মদীনাই তাদের জন্য উত্তম, যদি তারা জানত।
(হাদীসটি আহমদ ও বাযযার বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা বাযযারের। এর বর্ণনাকারীগণ সহীহ হাদীসের বর্ণনাকারীগণের মতই।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1861- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ليَأْتِيَن على أهل الْمَدِينَة زمَان ينْطَلق النَّاس مِنْهَا إِلَى الأرياف يَلْتَمِسُونَ الرخَاء فيجدون رخاء ثمَّ يأْتونَ فيتحملون بأهليهم إِلَى الرخَاء وَالْمَدينَة خير لَهُم لَو كَانُوا يعلمُونَ

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ وَرِجَاله رجال الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান