আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৫৭
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল হারাম, মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবায় নামায আদায়ের প্রতি উৎসাহ দান
১৮৫৭. হযরত জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত যে, নবী করীম ﷺ মসজিদুল ফাতহে সোম, মঙ্গল ও বুধবার এই তিনদিন দু'আ করলেন। বুধবার দিন দু'সালাতের মধ্যবর্তী সময়ে তাঁর দু'আ কবুল করা হল। তখন তাঁর চেহারায় আনন্দের চিহ্ন ফুটে উঠল। হযরত জাবির (রা) বলেন। কোন গুরুত্বপূর্ণ ও কঠিন বিষয় আমার সামনে আসলে আমি এই সময়টি খুঁজে বের করি এবং এতে দু'আ করি। আমি তখন কবূলের নিদর্শনও পেয়ে যাই।
(হাদীসটি আহমদ ও বাযযার প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। আহমদের সনদটি উত্তম।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الْمَسْجِد الْحَرَام وَمَسْجِد الْمَدِينَة وَبَيت الْمُقَدّس وقباء
1857- وَعَن جَابر يَعْنِي ابْن عبد الله رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم دَعَا فِي مَسْجِد الْفَتْح ثَلَاثًا يَوْم الِاثْنَيْنِ وَيَوْم الثُّلَاثَاء وَيَوْم الْأَرْبَعَاء فاستجيب لَهُ يَوْم الْأَرْبَعَاء بَين الصَّلَاتَيْنِ فَعرف الْبشر فِي وَجهه
قَالَ جَابر فَلم ينزل بِي أَمر مُهِمّ غليظ إِلَّا توخيت تِلْكَ السَّاعَة فأدعو فِيهَا فأعرف الْإِجَابَة

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَغَيرهمَا وَإسْنَاد أَحْمد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮৫৭ | মুসলিম বাংলা