আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৫৬
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল হারাম, মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবায় নামায আদায়ের প্রতি উৎসাহ দান
১৮৫৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, তিনি একবার 'আওসাত' নামক স্থানে সা'দ ইবন উবাদার বাড়িতে জানাযায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি পায়ে হেঁটে বনু আমর ইবন আউফের হারিস ইবনুল খাযরাজ-এর আঙ্গিনায় রওয়ানা হলেন। তাঁকে প্রশ্ন করা হল, আপনি কোথায় যাচ্ছেন হে আবূ আবদুর রাহমান? তিনি বললেন, আমি বনু আমর ইবন আউফের মসজিদ (মসজিদে কুবা)-এর উদ্দেশ্যে যাচ্ছি। কেননা আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি এই মসজিদে সালাত আদায় করবে, সে একটি উমরা আদায়ের পুণ্য লাভ করবে।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الْمَسْجِد الْحَرَام وَمَسْجِد الْمَدِينَة وَبَيت الْمُقَدّس وقباء
1856- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَنه شهد جَنَازَة بالأوساط فِي دَار سعد بن عبَادَة فَأقبل مَاشِيا إِلَى بني عَمْرو بن عَوْف بِفنَاء الْحَارِث بن الْخَزْرَج فَقيل لَهُ أَيْن تؤم يَا أَبَا عبد الرَّحْمَن قَالَ أؤم هَذَا الْمَسْجِد فِي بني عَمْرو بن عَوْف فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من صلى فِيهِ كَانَ كَعدْل عمْرَة
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه