আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৫৮
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ

(হাফিয (র) বলেন): এর পূর্বের অধ্যায়ে বর্ণিত অনেক হাদীসই এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। এগুলোর মধ্যে এ বিষয়ের নিকটবর্তী হাদীস হল হযরত বিলাল ইবনুল হারিসের বর্ণিত এই হাদীসটি: মদীনায় একটি রমযান অন্যান্য শহরে এক হাজার রমযান অপেক্ষা উত্তম। আর মদীনায় একটি জুমুআ অন্যান্য শহরে এক হাজার জুমুআ অপেক্ষা উত্তম। হযরত জাবির (রা) বর্ণিত হাদীসটিও এ প্রসঙ্গে উল্লেখ করা যায়, যেখানে "মসজিদুল হারাম ব্যতীত" কথাটির উল্লেখ রয়েছে।
১৮৫৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: আমার উম্মতের যে কেউ মদীনার অভাব-অনটন ও কষ্টের উপর ধৈর্য ধরে থাকবে, আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী অথবা সাক্ষীদাতা হব।
(হাদীসটি মুসলিম ও তিরমিযী প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق قَالَ الْحَافِظ تقدم فِي الْبَاب قبله مِمَّا يَنْتَظِم فِي سلكه وَيقرب مِنْهُ حَدِيث بِلَال بن الْحَارِث
رَمَضَان بِالْمَدِينَةِ خير من ألف رَمَضَان فِيمَا سواهَا من الْبلدَانِ وجمعة بِالْمَدِينَةِ خير من ألف جُمُعَة فِيمَا سواهَا من الْبلدَانِ
وَحَدِيث جَابر أَيْضا وَفِيه إِلَّا الْمَسْجِد الْحَرَام
1858- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يصبر على لأواء الْمَدِينَة وشدتها أحد من أمتِي إِلَّا كنت لَهُ شَفِيعًا يَوْم الْقِيَامَة أَو شَهِيدا

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮৫৮ | মুসলিম বাংলা