আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৪৭
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল হারাম, মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবায় নামায আদায়ের প্রতি উৎসাহ দান
১৮৪৭. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ -কে জিজ্ঞাসা করেছিলেন যে, বায়তুল মুকাদ্দাসে সালাত আদায় অধিক উত্তম, নাকি মসজিদে নববীতে? তিনি বলেছিলেন, আমার মসজিদে একটি সালাত বায়তুল মুকাদ্দাসে চারটি সালাত অপেক্ষা উত্তম। এটি সালাতের জন্য কতই না উত্তম স্থান। এটি হাশর ও পুনরুত্থান ভূমি। মানুষের উপর এমন এক সময় আসবে যে, বায়তুল মুকাদ্দাস দেখা যায় এমন স্থানের একটি ছড়ি পরিমাণ জায়গা অথবা একটি ধনুক বরাবর জায়গা তার নিকট সম্পূর্ণ পৃথিবী অপেক্ষা উত্তম অথবা প্রিয় মনে হবে।
(হাদীসটি বায়হাকী নির্দোষ সনদে বর্ণনা করেছেন। অবশ্য এর মতনটি অপরিচিত।)
(হাদীসটি বায়হাকী নির্দোষ সনদে বর্ণনা করেছেন। অবশ্য এর মতনটি অপরিচিত।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الْمَسْجِد الْحَرَام وَمَسْجِد الْمَدِينَة وَبَيت الْمُقَدّس وقباء
1847- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ أَنه سَأَلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن الصَّلَاة فِي بَيت الْمُقَدّس أفضل أَو فِي مَسْجِد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ صَلَاة فِي مَسْجِدي هَذَا أفضل من أَربع صلوَات فِيهِ ولنعم الْمصلى هُوَ أَرض الْمَحْشَر والمنشر وليأتين على النَّاس زمَان ولقيد سَوط أَو قَالَ قَوس الرجل حَيْثُ يرى مِنْهُ بَيت الْمُقَدّس خير لَهُ أَو أحب إِلَيْهِ من الدُّنْيَا جَمِيعًا
رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَفِي مَتنه غرابة
رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَفِي مَتنه غرابة