আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৪৬
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল হারাম, মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবায় নামায আদায়ের প্রতি উৎসাহ দান
১৮৪৬. হযরত আবু হুরায়রা ও হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন: রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন, আমার এই মসজিদে একটি সালাত অন্য যে কোন মসজিদের হাজার সালাত অপেক্ষা উত্তম। তবে মসজিদুল আকসা ব্যতীত।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মতই।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الْمَسْجِد الْحَرَام وَمَسْجِد الْمَدِينَة وَبَيت الْمُقَدّس وقباء
1846- وَعَن أبي هُرَيْرَة وَعَائِشَة رَضِي الله عَنْهُمَا قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَلَاة فِي مَسْجِدي خير من ألف صَلَاة فِيمَا سواهُ من الْمَسَاجِد إِلَّا الْمَسْجِد الْأَقْصَى

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮৪৬ | মুসলিম বাংলা