আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৪৫
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল হারাম, মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবায় নামায আদায়ের প্রতি উৎসাহ দান
১৮৪৫. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) সূত্রে রাসূলুল্লাহ্ ﷺ থেকে বর্ণিত। তিনি বলেন: সুলায়মান ইবন দাউদ (আ) যখন বায়তুল মুকাদ্দাস নির্মাণের কাজ শেষ করলেন, তখন মহান আল্লাহর কাছে তিনটি বিষয় প্রার্থনা করলেন: (১) আল্লাহ যেন তাঁকে এমন বিচারকার্যের ক্ষমতা দান করেন, যা তাঁর বিধানের অনুকূল হবে। (২) এমন রাজত্ব দান করেন, যা তাঁর পরবর্তী আর কারও ভাগ্যে না জুটে এবং (৩) যে কেউ এই মসজিদে একমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যে এলো, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় গুনাহরাশি থেকে বের হয়ে যায়। রাসুলুল্লাহ ﷺ বলেন, বস্তুত দু'টি তো তাঁকে দিয়েই দেয়া হয়েছে। আমি আশা করি যে, তাঁকে তৃতীয়টিও দেয়া হবে।
(হাদীসটি আহমদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন মাজাহর। ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও এটি তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেন। হাকীম এটি আরও বিস্তারিত বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ এবং এতে কোন দোষ নেই।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الْمَسْجِد الْحَرَام وَمَسْجِد الْمَدِينَة وَبَيت الْمُقَدّس وقباء
1845- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لما فرغ سُلَيْمَان بن دَاوُد عَلَيْهِمَا السَّلَام من بِنَاء بَيت الْمُقَدّس سَأَلَ الله عز وَجل ثَلَاثًا أَن يؤتيه حكما يُصَادف حكمه وملكا لَا يَنْبَغِي لَاحَدَّ من بعده وَأَنه لَا يَأْتِي هَذَا الْمَسْجِد أحد لَا يُرِيد إِلَّا الصَّلَاة فِيهِ إِلَّا خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أما اثْنَتَيْنِ فقد أعطيهما وَأَرْجُو أَن يكون قد أعطي الثَّالِثَة

رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم أطول من هَذَا وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا عِلّة لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮৪৫ | মুসলিম বাংলা