আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৯৫
অধ্যায়ঃ হজ্জ
যিলহজ্জ মাসের প্রথম দশকে সৎকর্ম সম্পাদনের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৭৯৫. হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: বলা হতো যে, যিলহজ্জের দশদিনের প্রতিটি দিন একহাজার দিনের সমান আর আরাফার দিনটি দশ হাজার দিনের সমান। অর্থাৎ ফযীলত ও মর্যাদা বিবেচনায়।
(হাদীসটি বায়হাকী ও ইস্পাহানী বর্ণনা করেছেন। বায়হাকীর সনদটিতে কোন দোষ নেই।)
(হাদীসটি বায়হাকী ও ইস্পাহানী বর্ণনা করেছেন। বায়হাকীর সনদটিতে কোন দোষ নেই।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعَمَل الصَّالح فِي عشر ذِي الْحجَّة وفضله
1795- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ كَانَ يُقَال فِي أَيَّام الْعشْر بِكُل يَوْم ألف يَوْم وَيَوْم عَرَفَة عشرَة آلَاف يَوْم
قَالَ يَعْنِي فِي الْفضل
رَوَاهُ الْبَيْهَقِيّ والأصبهاني وَإسْنَاد الْبَيْهَقِيّ لَا بَأْس بِهِ
قَالَ يَعْنِي فِي الْفضل
رَوَاهُ الْبَيْهَقِيّ والأصبهاني وَإسْنَاد الْبَيْهَقِيّ لَا بَأْس بِهِ