আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৯৬
অধ্যায়ঃ হজ্জ
যিলহজ্জ মাসের প্রথম দশকে সৎকর্ম সম্পাদনের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৭৯৬. ইমাম আওযাঈ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট হাদীস পৌঁছেছে যে, যিলহজ্জের প্রথম দশকে একদিনের ইবাদত আল্লাহর পথে দিনে রোযা রেখে ও রাত্রে প্রতিরক্ষায় ব্যস্ত থেকে জিহাদ করার সমতুল্য। হ্যাঁ, তবে যদি কেউ শাহাদাতের মর্যাদা লাভ করে বৈশিষ্ট্যের অধিকারী হয় (তবে তার কথা স্বতন্ত্র)। আওযাই বলেন, আমাকে বনী মাখযুমের জনৈক ব্যক্তি নবী করীম ﷺ থেকে এ হাদীসটি শুনিয়েছেন।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعَمَل الصَّالح فِي عشر ذِي الْحجَّة وفضله
1796- وَعَن الْأَوْزَاعِيّ رَضِي الله عَنهُ قَالَ بَلغنِي أَن الْعَمَل فِي الْيَوْم من أَيَّام الْعشْر كَقدْر غَزْوَة فِي سَبِيل الله يصام نَهَارهَا ويحرس لَيْلهَا إِلَّا أَن يخْتَص امْرُؤ بِشَهَادَة
قَالَ الْأَوْزَاعِيّ حَدثنِي بِهَذَا الحَدِيث رجل من بني مَخْزُوم عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الْبَيْهَقِيّ
قَالَ الْأَوْزَاعِيّ حَدثنِي بِهَذَا الحَدِيث رجل من بني مَخْزُوم عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الْبَيْهَقِيّ