আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৯৪
অধ্যায়ঃ হজ্জ
যিলহজ্জ মাসের প্রথম দশকে সৎকর্ম সম্পাদনের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৭৯৪. হযরত সাঈদ ইব্ন জুবায়র সূত্রে হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ ﷺ বলেছেন: আল্লাহর নিকট এই দিবসসমূহ অর্থাৎ যিলহজ্জের দশদিনের চাইতে উত্তম কোন দিন নেই এবং এগুলোতে ইবাদত করার চাইতে আল্লাহর নিকট আর প্রিয় কোন ইবাদত নেই। তাই তোমরা দিনগুলোতে অধিক পরিমাণে 'লা-ইলাহা ইল্লাহ্, আল্লাহু আকবর' ও আল্লাহর অন্যান্য যিকির কর। এর একদিনের রোযা এক বছরের রোযার তুল্য। এ দিনগুলোর ইবাদতের পুণ্য সাতশ' গুণ বাড়িয়ে দেয়া হয়।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعَمَل الصَّالح فِي عشر ذِي الْحجَّة وفضله
1794- وَعَن سعيد بن جُبَير عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من أَيَّام أفضل عِنْد الله وَلَا الْعَمَل فِيهِنَّ أحب إِلَى الله عز وَجل من هَذِه الْأَيَّام يَعْنِي من الْعشْر فَأَكْثرُوا فِيهِنَّ من التهليل وَالتَّكْبِير وَذكر الله وَإِن صِيَام يَوْم مِنْهَا يعدل بصيام سنة وَالْعَمَل فِيهِنَّ يُضَاعف بسبعمائة ضعف