আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৯০
অধ্যায়ঃ হজ্জ
যিলহজ্জ মাসের প্রথম দশকে সৎকর্ম সম্পাদনের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৭৯০. বায়হাকীর এক বর্ণনায় রয়েছে। রাসুলুল্লাহ ﷺ বলেছেন: কুরবানীর মাসের দশদিনের ইবাদতের চেয়ে আল্লাহর নিকট অধিক পুণ্যময় ও মহান কোন ইবাদত নেই। প্রশ্ন করা হল, আল্লাহর পথের জিহাদও নয়? তিনি বললেন, আল্লাহর পথের জিহাদও নয়। তবে কোন ব্যক্তি যদি নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয় আর এর কোন একটি নিয়েও ফিরে না আসে।
বর্ণনাকারী বলেন, এজন্য সাঈদ ইবন জুবায়র যিলহজ্জের দশ দিন আসলে কঠোর ইবাদত ও মুজাহিদা করতেন। এমনকি তাঁকে খুঁজেও বের করা সম্ভব হতো না।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعَمَل الصَّالح فِي عشر ذِي الْحجَّة وفضله
1790- وَفِي رِوَايَة للبيهقي قَالَ مَا من عمل أزكى عِنْد الله وَلَا أعظم أجرا من خير يعمله فِي عشر الْأَضْحَى
قيل وَلَا الْجِهَاد فِي سَبِيل الله قَالَ وَلَا الْجِهَاد فِي سَبِيل الله إِلَّا رجل خرج بِنَفسِهِ وَمَاله فَلم يرجع من ذَلِك بِشَيْء فَقَالَ فَكَانَ سعيد بن جُبَير إِذا دخل أَيَّام الْعشْر اجْتهد اجْتِهَادًا شَدِيدا حَتَّى مَا يكَاد يقدر عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান