আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৯১
অধ্যায়ঃ হজ্জ
যিলহজ্জ মাসের প্রথম দশকে সৎকর্ম সম্পাদনের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৭৯১. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ যিলহজ্জের দশ দিনের ইবাদতের চেয়ে উত্তম কোন ইবাদত নেই। প্রশ্ন করা হল, আল্লাহর পথে জিহাদও নয়? তিনি বললেন, আল্লাহর পথের জিহাদও নয়।
(হাদীসটি তাবারানী বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعَمَل الصَّالح فِي عشر ذِي الْحجَّة وفضله
1791- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من أَيَّام الْعَمَل الصَّالح فِيهَا أفضل من أَيَّام الْعشْر
قيل وَلَا الْجِهَاد فِي سَبِيل الله قَالَ وَلَا الْجِهَاد فِي سَبِيل الله

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান