আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৮৯
অধ্যায়ঃ হজ্জ
যিলহজ্জ মাসের প্রথম দশকে সৎকর্ম সম্পাদনের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৭৮৯. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন। মহান আল্লাহর নিকট যিলহজ্জ মাসের দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক পসন্দনীয় কোন ইবাদত নেই। লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর রাহে জিহাদও নয়? তিনি বললেন, আল্লাহর রাহে জিহাদও নয়। তবে যে ব্যক্তি নিজের জান ও মাল নিয়ে জিহাদে গেল, আর এর কোন একটি নিয়েও ফিরে আসল না।
(হাদীসটি বুখারী, তিরমিযী, আবু দাউদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তাবারানীও এটি তাঁর 'কাবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন, তাঁর শব্দমালা নিম্নরূপঃ
রাসূলুল্লাহ্ বলেছেন, আল্লাহর কাছে যিলহজ্জ মাসের দশ দিনের চেয়ে ইবাদতের জন্য উত্তম ও প্রিয় কোন দিন নেই। অতএব তোমরা এ দিনগুলোতে অধিক পরিমাণে 'সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার' পাঠ কর।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعَمَل الصَّالح فِي عشر ذِي الْحجَّة وفضله
1789- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من أَيَّام الْعَمَل الصَّالح فِيهَا أحب إِلَى الله عز وَجل من هَذِه الْأَيَّام
يَعْنِي أَيَّام الْعشْر قَالُوا يَا رَسُول الله وَلَا الْجِهَاد فِي سَبِيل الله قَالَ وَلَا الْجِهَاد فِي سَبِيل الله إِلَّا رجل خرج بِنَفسِهِ وَمَاله ثمَّ
لم يرجع من ذَلِك بِشَيْء

رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَلَفظه قَالَ مَا من أَيَّام أعظم عِنْد الله وَلَا أحب إِلَى الله الْعَمَل فِيهِنَّ من أَيَّام الْعشْر فَأَكْثرُوا فِيهِنَّ من التَّسْبِيح والتحميد والتهليل وَالتَّكْبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান