আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৫৯
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল আক্‌সা থেকে ইহরাম বাঁধার প্রতি উৎসাহ দান
১৭৫৯. উম্মে হাকীম বিন্‌ত আবূ উমাইয়া ইবনুল আখনাস হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি বায়তুল মুকাদ্দাস থেকে উমরার ইহরাম বেঁধে আসবে, তার গুনাহ মাফ
করে দেয়া হবে।
(হাদীসটি ইবন মাজাহ সহীহ সনদে বর্ণনা করেছেন। তাঁর অপর এক বর্ণনায় হযরত উম্মে সালামা (রা) বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি বায়তুল মুকাদ্দাস থেকে উমরার ইহরাম বেঁধে আসল, এ উমরাটি তার অতীতের গুনাহরাশির কাফ্ফারা স্বরূপ হয়ে যাবে। উম্মে হাকীম বলেন, এজন্য একবার আমার আম্মা বায়তুল মুকাদ্দাস থেকে ইহরাম বেঁধে উমরা আদায় করেছিলেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام من الْمَسْجِد الْأَقْصَى
1759- عَن أم حَكِيم بنت أبي أُميَّة بن الْأَخْنَس عَن أم سَلمَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أهل بِعُمْرَة من بَيت الْمُقَدّس غفر لَهُ

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
وَفِي رِوَايَة لَهُ قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أهل بِعُمْرَة من بَيت الْمُقَدّس كَانَت كَفَّارَة لما قبلهَا من الذُّنُوب قَالَت فَخرجت أُمِّي من بَيت الْمُقَدّس بِعُمْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৫৯ | মুসলিম বাংলা