আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৫৮
অধ্যায়ঃ হজ্জ
ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৮. হযরত জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যে কোন ব্যক্তি ইহরাম অবস্থায় তার দিন কাটায়, এই দিনের সূর্য তার গুনাহরাশি নিয়ে অস্ত যায়। অতএব সে এমনভাবে ফিরে আসে, যেমন তার মা তাকে প্রসব করেছিল।
(হাদীসটি আহমদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন মাজাহর। তাবারানী তাঁর 'কবীরে' এবং বায়হাকীও আমির ইবন রবী'আ (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
এ অধ্যায়ের শুরুতে হযরত সাহল ইবন সা'দ (রা)-এর হাদীস উল্লেখিত হয়েছে, যাতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কোন মুসলমান যখন একটি সন্ধ্যা আল্লাহর পথে জিহাদে অথবা হজ্জ পালন করতে গিয়ে তালবিয়া পাঠে কাটায়, তখন সূর্য তার গুনাহরাশি নিয়ে অস্ত যায় আর সে এ থেকে পবিত্র হয়ে যায়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন মাজাহর। তাবারানী তাঁর 'কবীরে' এবং বায়হাকীও আমির ইবন রবী'আ (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
এ অধ্যায়ের শুরুতে হযরত সাহল ইবন সা'দ (রা)-এর হাদীস উল্লেখিত হয়েছে, যাতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কোন মুসলমান যখন একটি সন্ধ্যা আল্লাহর পথে জিহাদে অথবা হজ্জ পালন করতে গিয়ে তালবিয়া পাঠে কাটায়, তখন সূর্য তার গুনাহরাশি নিয়ে অস্ত যায় আর সে এ থেকে পবিত্র হয়ে যায়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1758- وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من
محرم يُضحي لله يَوْمه يُلَبِّي حَتَّى تغيب الشَّمْس إِلَّا غَابَتْ بذنوبه فَعَاد كَمَا وَلدته أمه
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ من حَدِيث عَامر بن ربيعَة رَضِي الله عَنهُ
وَتقدم حَدِيث سهل بن سعد فِي الْبَاب الأول وَفِيه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا رَاح مُسلم فِي سَبِيل الله مُجَاهدًا أَو حَاجا مهلا أَو ملبيا إِلَّا غربت الشَّمْس بذنوبه وَخرج مِنْهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
محرم يُضحي لله يَوْمه يُلَبِّي حَتَّى تغيب الشَّمْس إِلَّا غَابَتْ بذنوبه فَعَاد كَمَا وَلدته أمه
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ من حَدِيث عَامر بن ربيعَة رَضِي الله عَنهُ
وَتقدم حَدِيث سهل بن سعد فِي الْبَاب الأول وَفِيه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا رَاح مُسلم فِي سَبِيل الله مُجَاهدًا أَو حَاجا مهلا أَو ملبيا إِلَّا غربت الشَّمْس بذنوبه وَخرج مِنْهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط