আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৫৭
অধ্যায়ঃ হজ্জ
ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৭. হযরত আবু বকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ -কে প্রশ্ন করা হল, কোন আমলটি উত্তম? তিনি বললেন, উচ্চৈস্বরে তালবিয়া পাঠ ও কুরবানী।
(হাদীসটি ইবন মাজাহ, তিরমিযী এবং ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁরা সবাই মুহাম্মদ ইবনুল মুনকাদির সুত্রে আবদুর রহমান ইবন ইয়ারবু' থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, মুহাম্মদ ইবনুল মুনকাদির আবদুর রহমান থেকে হাদীস শুনেননি। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। বাযযারও হাদীসটি এভাবে বর্ণনা করেন:
জনৈক ব্যক্তি প্রশ্ন করণ, পুণ্যময় হজ্জ কোনটি? রাসূলুল্লাহ্ ﷺ উত্তর দিলেন, যে হচ্ছে উচ্চৈস্বরে তালবিয়া পাঠ ও কুরবানী করা হয়। ওয়াকী বলেনঃ العج অর্থাৎ উচ্চস্বরে তালবিয়া পাঠ এবং الثج অর্থ কুরবানীকরা। হাদীসটি পূর্বেও এসেছে।)
(হাদীসটি ইবন মাজাহ, তিরমিযী এবং ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁরা সবাই মুহাম্মদ ইবনুল মুনকাদির সুত্রে আবদুর রহমান ইবন ইয়ারবু' থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, মুহাম্মদ ইবনুল মুনকাদির আবদুর রহমান থেকে হাদীস শুনেননি। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। বাযযারও হাদীসটি এভাবে বর্ণনা করেন:
জনৈক ব্যক্তি প্রশ্ন করণ, পুণ্যময় হজ্জ কোনটি? রাসূলুল্লাহ্ ﷺ উত্তর দিলেন, যে হচ্ছে উচ্চৈস্বরে তালবিয়া পাঠ ও কুরবানী করা হয়। ওয়াকী বলেনঃ العج অর্থাৎ উচ্চস্বরে তালবিয়া পাঠ এবং الثج অর্থ কুরবানীকরা। হাদীসটি পূর্বেও এসেছে।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1757- وَعَن أبي بكر الصّديق رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُئِلَ أَي الْأَعْمَال أفضل قَالَ العج والثج
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه كلهم من رِوَايَة مُحَمَّد بن الْمُنْكَدر عَن عبد الرَّحْمَن بن يَرْبُوع وَقَالَ التِّرْمِذِيّ لم يسمع مُحَمَّد من عبد الرَّحْمَن
وَرَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَالْبَزَّار إِلَّا أَنه قَالَ مَا بر الْحَج قَالَ العج والثج قَالَ وَكِيع يَعْنِي بالعج العجيج بِالتَّلْبِيَةِ والثج نحر الْبدن وَتقدم
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه كلهم من رِوَايَة مُحَمَّد بن الْمُنْكَدر عَن عبد الرَّحْمَن بن يَرْبُوع وَقَالَ التِّرْمِذِيّ لم يسمع مُحَمَّد من عبد الرَّحْمَن
وَرَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَالْبَزَّار إِلَّا أَنه قَالَ مَا بر الْحَج قَالَ العج والثج قَالَ وَكِيع يَعْنِي بالعج العجيج بِالتَّلْبِيَةِ والثج نحر الْبدن وَتقدم