আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৫৬
অধ্যায়ঃ হজ্জ
ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৬. আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: যখন কোন তালবিয়া পাঠকারী তালবিয়া পাঠ করে এবং কোন তাকবীর পাঠকারী তাকবীর উচ্চারণ করে, তখন তাকে সুসংবাদ প্রদান করা হয়। প্রশ্ন করা হল, ইয়া রাসূলাল্লাহ! তাদেরকে কি জান্নাতের সুসংবাদ দেয়া হয়? তিনি বললেন, হ্যাঁ।
(হাদীসটি তাবারানী দু'টি সনদে বর্ণনা করেছেন। উভয় সনদের রাবীগণ সহীহ গ্রন্থের রাবীদের মতই। বায়হাকীও এটি বর্ণনা করেছেন। তবে তিনি এরূপ বলেছেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কোন তালবিয়া পাঠকারী যখন তালবিয়া পাঠ করে, তখন এ দিনের সূর্য তার গুনাহরাশি নিয়ে অস্ত যায়।)
(হাদীসটি তাবারানী দু'টি সনদে বর্ণনা করেছেন। উভয় সনদের রাবীগণ সহীহ গ্রন্থের রাবীদের মতই। বায়হাকীও এটি বর্ণনা করেছেন। তবে তিনি এরূপ বলেছেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কোন তালবিয়া পাঠকারী যখন তালবিয়া পাঠ করে, তখন এ দিনের সূর্য তার গুনাহরাশি নিয়ে অস্ত যায়।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1756- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أهل مهل قطّ وَلَا كبر مكبر قطّ إِلَّا بشر
قيل يَا رَسُول الله بِالْجنَّةِ قَالَ نعم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَادَيْنِ رجال الصَّحِيح وَالْبَيْهَقِيّ إِلَّا أَنه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أهل مهل قطّ إِلَّا آبت الشَّمْس بذنوبه
أهل الملبي إِذا رفع صَوته بِالتَّلْبِيَةِ
قيل يَا رَسُول الله بِالْجنَّةِ قَالَ نعم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَادَيْنِ رجال الصَّحِيح وَالْبَيْهَقِيّ إِلَّا أَنه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أهل مهل قطّ إِلَّا آبت الشَّمْس بذنوبه
أهل الملبي إِذا رفع صَوته بِالتَّلْبِيَةِ