আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৬০
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল আক্‌সা থেকে ইহরাম বাঁধার প্রতি উৎসাহ দান
১৭৬০. এ হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এভাবে বর্ণনা করেছেন। হযরত উম্মে সালামা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি। যে ব্যক্তি বায়তুল মুকাদ্দাস থেকে উমরার ইহরাম বেঁধে আসল, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। বর্ণনাকারী বলেন, এ কারণে উম্মে হাকীম একবার বায়তুল মুকাদ্দাস গেলেন এবং সেখান থেকে উমরার ইহরাম বেঁধে আসলেন।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام من الْمَسْجِد الْأَقْصَى
1760- وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أهل من الْمَسْجِد الْأَقْصَى بِعُمْرَة غفر لَهُ مَا تقدم من ذَنبه
قَالَ فركبت أم حَكِيم إِلَى بَيت الْمُقَدّس حَتَّى أهلت مِنْهُ بِعُمْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৬০ | মুসলিম বাংলা