আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৫৩
অধ্যায়ঃ হজ্জ
ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৩. হযরত সাহল ইবন সা'দ (রা) সূত্রে রাসুলুল্লাহ্ ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: যখন কোন তালবিয়া পাঠকারী তালবিয়্যা পাঠ করে, তখন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সকল পাথর, বৃক্ষরাজি ও জনপদ তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে।
(হাদীসটি তিরমিযী, ইব্‌ন মাজাহ ও বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা সকলেই এটি ইসমাঈল ইব্‌ন আয়্যাশ .... উমারা ইব্‌ন গাযিয়্যা ... আবু হাযিম... সাহল ইবন সা'দ সূত্রে বর্ণনা করেন। ইবন খুযায়মা এ হাদীসটি তাঁর সহীহে উবায়দা ইবন হুমায়দ উমারাহ ইবন গাযিয়্যা... আবু হাযিম.... সাহল ইবন সা'দ-এর সূত্রে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেন। তিনি বলেছেন, এটি বুখারী মুসলিমের মাপকাঠিতে সহীহ।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1753- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من ملب يُلَبِّي إِلَّا لبّى مَا عَن يَمِينه وشماله من حجر أَو شجر أَو مدر حَتَّى تَنْقَطِع الأَرْض من هَاهُنَا وَهَاهُنَا عَن يَمِينه وشماله

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش عَن عمَارَة بن غزيَّة عَن أبي حَازِم عَن سهل وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه عَن عُبَيْدَة يَعْنِي ابْن حميد حَدثنِي عمَارَة بن غزيَّة عَن أبي حَازِم عَن سهل وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৫৩ | মুসলিম বাংলা