আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৫৪
অধ্যায়ঃ হজ্জ
ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৪. হযরত খাল্লাদ ইবনুস সায়িব (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ জিবরাঈল (আ) আমার নিকট এসে বললেন, আপনি আপন সাহাবীদেরকে বলুন, তারা যেন তালবিয়া পাঠের সময় নিজেদের আওয়াজকে বুলন্দ করে।
(হাদীসটি মালিক, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ্ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ। ইবন খুযায়মাও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন মাজাহ এ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেনঃ "কেননা এটি হজ্জের প্রতীক।")
(হাদীসটি মালিক, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ্ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ। ইবন খুযায়মাও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন মাজাহ এ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেনঃ "কেননা এটি হজ্জের প্রতীক।")
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1754- وَعَن خَلاد بن السَّائِب عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَانِي جِبْرَائِيل فَأمرنِي أَن آمُر أَصْحَابِي أَن يرفعوا أَصْوَاتهم بالإهلال والتلبية
رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَزَاد ابْن مَاجَه فَإِنَّهَا شعار الْحَج
رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَزَاد ابْن مَاجَه فَإِنَّهَا شعار الْحَج