আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৪০
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪০. হযরত কুদামা ইবন আব্দুল্লাহ্ ইবন আমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে কুরবানীর দিন একটি সাদা-কালো উষ্ট্রীর উপর বসে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে দেখেছি। তিনি না উষ্ট্রীটিকে প্রহার করছিলেন, না হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর না কাউকে সরসর বলছিলেন।
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং অন্যান্য মুহাদ্দিসগণও বর্ণনা করেছেন)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1740- وَعَن قدامَة بن عبد الله وَهُوَ ابْن عمار رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَرْمِي الْجَمْرَة يَوْم النَّحْر على نَاقَة صهباء لَا ضرب وَلَا طرد وَلَا إِلَيْك إِلَيْك

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৪০ | মুসলিম বাংলা