আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৩৯
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৩৯. হযরত সুমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: হযরত আনাস (রা) একটি মামুলী হাওদায় হজ্জ করেছিলেন। অথচ তিনি কৃপণ ছিলেন না। হযরত আনাস (রা) বলেছেন যে, নবী করীম একটি মামুলী হাওদার উপর হজ্জের সফর করেছিলেন। আর এটিই তাঁর সামানপত্রের বাহন ছিল।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1739- وَعَن ثُمَامَة رَضِي الله عَنهُ قَالَ حج أنس على رَحل وَلم يكن شحيحا وَحدث أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم حج على رَحل وَكَانَت زاملته

رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান