আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৩৮
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৩৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ একটি সাধারণ জাঁকজমকহীন হাওদা ও পুরনো বস্ত্রে হজ্জের সফর করেছিলেন, যার মূল্য হবে চার দিরহাম অথবা তার চেয়েও কম। তারপর তিনি বলেছিলেনঃ হে আল্লাহ! এ হজ্জ যেন এমন হয় যাতে কোন প্রকার প্রদর্শনী ও আত্মপ্রচার নেই।
(হাদীসটি তিরমিযী তাঁর 'শামায়িলে' এবং ইবন মাজাহ ও ইস্পাহানী বর্ণনা করেছেন। তবে ইস্পাহানী বলেছেনঃ এর মূল্য চার দিরহামের সমপরিমাণও ছিল না। তাবারানী এটি 'আওসাতে' হযরত ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1738- رُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ حج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم على رَحل رث وقطيفة خلقَة تَسَاوِي أَرْبَعَة دَرَاهِم أَو لَا تَسَاوِي ثمَّ قَالَ اللَّهُمَّ حجَّة لَا رِيَاء فِيهَا وَلَا سمعة

رَوَاهُ التِّرْمِذِيّ فِي الشَّمَائِل وَابْن مَاجَه والأصبهاني إِلَّا أَنه قَالَ لَا تَسَاوِي أَرْبَعَة دَرَاهِم وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث ابْن عَبَّاس
tahqiqতাহকীক:তাহকীক চলমান