আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৩৭
অধ্যায়ঃ হজ্জ
রমযান মাসে উমরা আদায়ের প্রতি উৎসাহ দান
১৭৩৭. বাযযার এবং তাবারানী তাঁর 'কবীর'-এ একটি দীর্ঘ হাদীসে উত্তম সনদে হযরত আবু তুলায়ক (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি নবী করীম ﷺ -কে প্রশ্ন করেন। আপনার সাথে হজ্জ আদায়ের সমতুল্য কোন আমলটি হতে পারে? জবাবে তিনি বললেন, রমযানে উমরা পালন।
(শ্রুলিখনকারী বলেনঃ) আবু তুলায়ক ও আবু মাকিল, একই ব্যক্তির কুনিয়ত। অনুরূপভাবে তাঁর স্ত্রী উম্মে মাকিলকেই উম্মে তুলায়ক নামে অভিহিত করা হয়। এ তথ্যটি ইবন আবদুল বার নামিয়ী বর্ণনা করেছেন।)
(শ্রুলিখনকারী বলেনঃ) আবু তুলায়ক ও আবু মাকিল, একই ব্যক্তির কুনিয়ত। অনুরূপভাবে তাঁর স্ত্রী উম্মে মাকিলকেই উম্মে তুলায়ক নামে অভিহিত করা হয়। এ তথ্যটি ইবন আবদুল বার নামিয়ী বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعمرَة فِي رَمَضَان
1737- وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير فِي حَدِيث طَوِيل بِإِسْنَاد جيد عَن أبي طليق أَنه قَالَ للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَمَا يعدل الْحَج مَعَك قَالَ عمْرَة فِي رَمَضَان
قَالَ المملي رَضِي الله عَنهُ أَبُو طليق هُوَ أَو معقل وَكَذَلِكَ زَوجته أم معقل تكنى أم طليق أَيْضا ذكره ابْن عبد الْبر النمري
قَالَ المملي رَضِي الله عَنهُ أَبُو طليق هُوَ أَو معقل وَكَذَلِكَ زَوجته أم معقل تكنى أم طليق أَيْضا ذكره ابْن عبد الْبر النمري